Header Ads

মায়ের আদর

 বাংলা উপন্যাস    মায়ের আদর

          
        মোঃ সোহেল আহাম্মেদ




মায়ের আদর


২য় পর্ব

 হঠাৎ করে একদিন এই মায়াবী দুনিয়া ত্যাগ করে চলে গেলেন পরকালে।এই নিষ্ঠুর দুনিয়াতে দুঃখের সাগরে ভাসিয়ে গেল। এদিকে আমার শ্বশুর অনেক অসুস্থ নিজেকে সামালতে পারে না  এখন আমাদের সংসার দেখবে কি করে। এদিকে আবার গ্রামের লোক জনের নানান কথা আর সহ্য করতে পারছি না। মন চায় গলায় দড়ি দিয়ে মরি, কিন্তু তাও তো সম্ভব নয়। কারণ আমি যদি মারা যাই আমার মেয়েকে কে দেখবে। মনটা ভালো না তাই বাড়ি থেকে বের হলাম। আমার বাপের বাড়ি এক লোকের সাথে দেখা আমি সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করলাম কাকা কেমন আছেন? মা আমি ভালো আছি তুমি কেমন আছ।জি কাকা আমি ভালোই আছি। মা তোমার মেয়েটা কোথায় দেখছি না। সে বাড়িতে আছে এখন,তোমার জামাই তো অনেক ভালো মানুষ ছিল।তোমার মেয়েটাকে বাঁচাতে গিয়ে তোমার জামাই মারা গেল। এসব কথা বলতে বলতে মা অনেক কান্না করতেছে। আমি মাকে বললাম এইসব কথা আর কখন আমি তোকে জিজ্ঞেস করব না। মা আমি এখন স্কুলে যাব আমাকে ভাত দাও,মা আমাকে কান্না ভেজা  ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বলল তুমি বসো আমি নিয়ে আসতেছি।

আমি খাওয়া-দাওয়া করে স্কুলে চলে গেলাম আমি স্কুল থেকে এসে মাকে ডাক দিলাম মা কোন কথাই বলছে না।তাই দ্বিতীয় বারের মত মাকে না ডাক দিয়ে আমি নিজে নিজে চলে গেলাম গোসল করতে।গোসল শেষ করে এসে মায়ের মাথায়  আলতো করে হাত বুলিয়ে দিলাম মা আমার হাত টেনে ধরে বকে জড়িয়ে ধরে রাখল।আর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল আর চোখ দিয়ে অঝোরে পানি ঝর ছিল আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে মার সাথে আমি একসাথে ঘুমিয়ে গেলাম।তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর যে পরম সুখ যার মা আছে ঠিক সে বুঝবে অন্য কেউ বুঝবে না। ঘুম থেকে উঠে দেখি মা আমার পাশে নেই।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.